পরলোকে শহীদ জায়া বেগম মুশতারী শফী
শহীদ জায়া বেগম মুশতারী শফী মারা গেছেন। ২০শে ডিসেম্বর সন্ধ্যায় তিনি মৃত্যুবরন করেন। তার বার্ধক্য জনিত নানা জটিলতা ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৩৮ সালের ১৫ই জানুয়ারী ভারতের কলিকাতায় জন্ম গ্রহন করেন। জন্মকালে তার পিতা কলিকাতায় কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস ফরিদপুরে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেগম মুশতারী শফীর স্বামী ডাঃ মোহাম্মদ শফী ও তার ভাই এহসান শহীদ হন। বেগম মুশতারী সফী ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনেও তার পরিবারের ভূমিকা রয়েছে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ২০১৬ সালে তিনি বাংলা একাডেমীর ফেলো নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। এর মধ্য রয়েছে ভ্রমণকাহিনী, উপন্যাস, স্মৃতিচারণমূলক গ্রন্থ, কিশোর গল্পগ্রন্থ, ও মুক্তিযুদ্ধ-বিষয়ক বই।