প্রবল বর্ষণে কুয়েতে জনজীবন বিপর্যস্ত, সাধারন ছুটি ঘোষনা

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেশটির অনেক হাইওয়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার সারাদেশে সাধারন ছুটি চলছে। রবিবার কুয়েতের কোন কোন এলাকায় ৬০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বার্ষিক গড় বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশী।

বৃষ্টির পানিতে দেশটির অনেক এলাকায় জলমগ্ন হয়ে লেকের আকার ধারন করেছে। রাস্তায় কয়েক হাজার গাড়ি পানিতে ডুবে আছে। বিভিন্ন উদ্ধারকারী সংস্থা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র-কুয়েত টাইমস।