ভারত-মিয়ানমার সীমান্তে মিজোরামে ৫.৪ মাত্রার ভূমিকম্প

রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৫.৪। ভারতের সময় বিকেল ৩টা ৪২ মিনিটে আর বাংলাদেশ সময় বিকাল ৪টা ১২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশের চট্রগ্রাম অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার। ভারতের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদাসহ পুরো উত্তরাঞ্চলেই এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।