একদিনে করোনায় ২০ জনের প্রাণহানি, সনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে আরও ১৫৪৪০ জন। একই সময়ে মৃত্যুবরন করেছে আরও ২০ জন। এই নিয়ে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে যথাক্রমে ১৭৬২৭৭১ জন ও ২৮৩০৮ জন। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার দাড়িয়েছে ৩৩.৩৭ শতাংশে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট ১২৩৫৬৯৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ্য হয়েছে ১৫৬২৩৬৯ জন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৭২০৯৪ জন। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য টেস্ট হয়েছে ১০৫৩৯ জনের। প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১৬৯ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী।
মারা যাওয়াদের মধ্য ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন ও ১০ বছরের কম বয়সের ১ জন রয়েছে। বিভাগ ওয়ারি বিশ্লেষনে দেখা যায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ২ জন,বরিশাল বিভাগের ১ জন সিলেট বিভাগের ২ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।