এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ টিকা পাবেন
বুস্টার ডোজ করোনা টিকা পাওয়ার বয়স কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ৪০ বছর হলেই বুস্টার ডোজ টিকা পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। তিনি আজ মহাখালী বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এর আগে বুস্টার ডোজ পাওয়ার সর্বনিন্ম বয়স ছিল ৫০ বছর। তারও আগে এই সীমা ছিল ৬০ বছর। জাহিদ মালেক জানান, বুস্টার ডোজ নেওয়ার আশানুরুপ সারা পাওয়া যাচ্ছে না। আমাদের হাতে ৯ কোটি টিকা রয়েছে। তাই বুস্টার ডোজ নেওয়ার বয়স কমিয়ে ৪০ করা হল।
উল্লেখ্য ইতিমধ্য যারা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার সময় থেকে ৬ মাস পার হয়েছে তারাই বুস্টার ডোজ পাচ্ছেন। বুস্টার ডোজ পাওয়ার জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন নাই। আগের নিবন্ধনেই মোবাইলে ম্যাসেজ আসবে।