২২শে ফেব্রুয়ারী থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে-শিক্ষামন্ত্রী
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় আগামী ২২শে ফেব্রুয়ারী থেকে শ্রেনীকক্ষে সরাসরি পাঠদানের জন্য খুলে দেওয়া হবে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী দিপু মনি এই তথ্য জানিয়েছেন। প্রাথমিক বিদ্যালয় ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান ২২শে ফেব্রুয়ারী থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। শুধু মাত্র যে সকল ছাত্র-ছাত্রী কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছে শুধু তারাই ক্লাসে অংশ পারবে।
বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়েছে। প্রাথমিকের বিষয়ে আরও কিছু দিন কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে প্রাথমিকে অনলাইনে যথারীতি ক্লাশ চলবে।