জমে উঠেছে অমর একুশে বই মেলা, দর্শনার্থীর ভির
করোনা অতিমারীর কারনে এইবার অমর একুশে বই মেলা-২০২২ শুরু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে করোনা সংক্রমনের হার কমে আসায় ২ সপ্তাহ পিছিয়ে ১৫ই ফেব্রুয়ারী থেকে শুরু হয় এই মেলা। যা প্রতি বছর ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে আসছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ই ফেব্রুয়ারী বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই মেলার শুভ উদ্বোদন ঘোষনা করেন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা নিয়ে এই মেলার পরিসর সাজানো হয়েছে।
এইবারের মেলায় স্টল ও প্যাভেলিয়ন মিলিয়ে ৭৭৬টি ইউনিট বরাদ্ধ দেওয়া হয়েছে। আর এই স্টল ও প্যাভেলিয়ন সমুহ বরাদ্ধ নেয় মোট ৫৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্য মেলার মুল অংশ বাংলা একাডেমি প্রাঙ্গনে রয়েছে ১০২টি প্রতিষ্ঠানের ১৪২টি স্টল ও সোহরাওয়ার্দী প্রাঙ্গনে রয়েছে ৪৩২টি প্রতিষ্ঠানের ৬৩৪ স্টল ও প্যাভেলিয়ন। মেলায় বেশ কয়েকটি খাবারের দোকানও রয়েছে। তবে অন্য বারের তুলনায় এবার খাবারের মান ভাল ও দামেও কম আছে।
মেলায় আশাতীত দর্শক সমাগম হচ্ছে। মালিকদের সাথে আলাপ করে জানা যায় এইবার বিক্রিও ভাল হচ্ছে। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসছে। বই প্রেমীদের সমাগমে মেলা এখন মুখরিত। বাঙ্গালী সংস্কৃতির যে সমস্ত অনুষ্ঠান মানুষের মনে গভীর দাগ কাটে তার মধ্য অমর একুশে বই মেলা অন্যতম স্থান দখল করে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই প্রেমীরা ও লেখক কবিরা এই মেলায় আসেন দেখতে ও বই কিনতে। ফলে এই মেলা হয়ে উঠে লেখক, সাহিত্যক ও কবিদের মিলন মেলা। এই মেলায় নতুন নতুন কবি, সাহিত্যিক ও লেখকরা নতুন নতুন বই নিয়ে আসছেন।
প্রতিদিন মেলা দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। ছুটির দিনে মেলা শুরু হয় সকাল ১১টা থেকে। মেলা ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত চলার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ই মার্চ পর্যন্ত করা হতে পারে বলে দায়িত্বশীল বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।