নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার হলেন জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.)  মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার সার্চ কমিটি রাষ্ট্রপতি মোঃ আব্দুল আব্দুল হামিদের কাছে ১০ সদস্যের নামের তালিকা জমা দেয়। এই ১০ জনের মধ্য থেকে রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেন।

নতুন এই প্রধান নির্বাচন কমিশনার দেশের ত্রয়োদশ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিবেন। প্রধান বিচারপতি নতুন এই প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন। এই নির্বাচন কমিশনের অধীনেই দেশের দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। উল্লেখ্য ১৪ই ফেব্রুয়ারী সাবেক নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়।

হাবিবুল আউয়াল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৭ সালে অবসরে যান। বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা তার আগে আইন, ধর্ম মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে আসছিলেন।