ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী। অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা যানজটমুক্ত পরিবেশে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। কোন মহাসড়কেই যানজটের খবর পাওয়া যায়নি।

উত্তরার আব্দুল্লাহপুর থেকে গাজিপুর চৌরাস্তা পর্যন্ত ঈদের সময় বিগত বছরগুলিতে ব্যপক যানজটের কবলে পড়তে হত। এবার এই সড়কে তিনটি ফ্লাইওভার চালু হওয়ায় যানজট কেটে গেছে। ফলে অপেক্ষাকৃত কম সময়ে ও স্বস্তিতে ঈদে বাড়ি ফিরতে পারছে মানুষ।এদিকে রাজপথ ও রাজধানীর মার্কেটগুলিও ফাঁকা হয়ে গেছে। রাজধানী ইতিমধ্য তার চিরচেনা রূপ হারিয়ে ফেলেছে।

রাজধানীর বিভিন্ন মার্কেট ও সড়কে ঘুরে দেখা যায় মার্কেটগুলিতে খুব একটা ক্রেতা নাই। রাজধানীর বিভিন্ন সড়কও প্রায় ফাঁকা হয়ে আছে। টার্মিনালগুলিতে পর্যাপ্ত বাস থাকলেও যাত্রী সংখ্যা একেবারেই কম।ধারনা করা হচ্ছে ঈদ উপলক্ষে প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়ে গেছে। রাজধানীর অলিগলি ফাঁকা হয়ে আছে।