পদ্মা সেতুর উদ্ভোধনের দিন সব জেলায় অনুষ্ঠান হবে

২৫শে জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মাওয়া ও জাজিরা প্রান্তে উদ্ভোধনী অনুষ্ঠান হবে। আর শিবচরে হবে আওয়ামীলীগের জনসভা। এই জনসভায় প্রধানমন্ত্রী ভাষন দিবেন। উদ্ভোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকা, মুন্সিগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুরসহ আরও কয়েকটি জেলায় ২৫শে জুন থেকে ৫ দিন ব্যপী উৎসব পালন করা হবে। এ ছাড়া দেশের প্রতিটি জেলায় এ উপলক্ষে অনুষ্ঠান করা হবে। রাজধানীর হাতিরঝিলে এই অনুষ্ঠান সরাসরি দেখানো হবে এবং লেজার সো হবে। পদ্মাসেতুর উদ্ভোধনকে কেন্দ্র করে সারাদেশে এখন উৎসবের আয়োজন চলছে।

৩রা জুন মন্ত্রীপরিষদ বিভাগের উদ্যোগে ডিসিদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে উপরোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়। এই বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।