চট্রগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৬
শনিবার রাত ১০টায় সিতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রাত ১১টায় ডিপোতে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এই বিস্ফোরনের শব্দে আশপাশের এলাকা কেপে উঠে। চারদিক থেকে আত্নচিতৎকার শুনা যায়। পাশের বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনার জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই বিস্ফোরণে চার কিলোমিটার এলাকাজুড়ে কেপে উঠে। প্রথমে ওই এলাকার মানুষ মনে করেছিল ভুমিকম্প হয়েছে। এই বিস্ফোরনে এখন পর্যন্ত ১৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অগনিত। ডিপোতে থাকা একটি কন্টেইনার থেকে এই বিস্ফোরন ও আগুনের সূত্রপাত বলে ডিপোর এক পরিচালক জানিয়েছেন। ওই কন্টেইনারে রাসায়নিক পদার্থ ছিল বলে তিনি জানিয়েছেন। এই কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আহতদের উদ্ধার ও আগুন নিভানোর কাজ শুরু করে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে আহত ২ জনকে পাঠানো হয়েছে। হতাহতদের মধ্য ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। এক পুলিশ সদস্যর পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।