শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
শুক্রবার দিবাগত রাত ৩টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়াকে গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া।তাকে তখনই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চলছে। সেই সময় বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ার পারসনের প্রেস উইনিং থেকে এই তথ্য জানা যায়।
এর আগে ২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্ষক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। উল্লেখ্য বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। সেই বোর্ডই প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আলোচনা করবে।