ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জ
এ বছরে ৩য় দফায় আবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে হাওর জেলা সুনামগঞ্জ। তীব্র স্রোতে রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় সড়কপথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। জেলার অধিকাংশ এলাকাই পানিতে ডুবে আছে। ঘরের ভিতর পানি ঢুকে পড়ায় বসবাসে জটিল সমস্যা হচ্ছে। অনেক স্থানে ঘরের খাট কিংবা চকি ইট কিংবা কাঠ দিয়ে উচু করেও রেহাই পাওয়া যাচ্ছে না। ঘরের ভিতর সাপ ও পোকামাকরের উপদ্রবও বেড়ে গেছে। এই অবস্থায় সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনা করে সেখানে উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েনের দাবি উঠেছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলই মুলত বন্যার কারন। সেই সাথে বইছে ঝড়ো বাতাস। সব মিলিয়ে বন্যায় সুনামগঞ্জে এখন ভয়ংষ্কর অবস্থা ভিরাজ করছে। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। ফলে অন্ধকারে আরও ভীতিকর অবস্থা চলছে। বৃষ্টি ও ঢলের মাত্রা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও জটিল রুপ ধারন করেছে। বাসা থেকে বের হয়ে অত্যাবশ্যক কাজও করতে পারছেন না অনেকে। বুক সমান পানি পাড় হয়ে ঝুকি নিয়ে অনেকে বের হয়েছেন অতি জরুরী প্রয়োজনে। সুনামগঞ্জ শহরের উত্তর আরপিননগর, তেঘরিয়া, বড়পাড়া, মধ্যবাজার, কাজির পয়েন্ট, হাসন নগর, জগন্নাথবাড়ি রোড, নতুনপাড়া, উকিল পাড়া, ষোলঘর, নবীনগর এলাকায় পানি প্রবেশ করেছে আগেই। এই অবস্থায় এলাকাবাসী দাবি জানাচ্ছেন, সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে যেন সাধারণ ছুটি দেওয়া হয়। সেই সাথে এসএসসি পরীক্ষা পেছানোরও দাবি উঠেছে।