রাজধানীর কোরবানির হাটগুলিতে গরু আসা শুরু হয়েছে
আর কদিন বাদেই কোরবানীর ঈদ। সেই উপলক্ষে রাজধানীর কোরবানির হাটগুলি সাজানো হয়েছে। এই হাটগুলিতে দেশের নানা অঞ্চল থেকে গরু আসে। রাজধানীর বিভিন্ন হাটে ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসছে। তবে কেনা বেচা খুব একটা হচ্ছে না। পাইকাররা ২/৩ গুন বেশী দাম চাচ্ছে। রাজধানীর সাহজাহানপুর হাটে দেখা যায় অল্প সংখ্যক গরু এসেছে। এই গরুগুলির অধিকাংশই এসেছে কুষ্টিয়া থেকে। বরাবরই এই হাটের অধিকাংশ গরু কুষ্টিয়া থেকেই আসে।
এই হাটে ৫০/৫৫ হাজার টাকা দাম হতে পারে এমন একটি গরুর দাম চাওয়া হয় ১ লক্ষ ৭০ হাজার টাকা। তবে পাইকাররা বাজারের গতিবিধি বুঝার চেষ্টা করছে। পুরোদমে বাজার শুরু হতে হয়ত আরও ২/১ দিন সময় লাগবে।রাজধানীতে অনেকে কোরবানির ২/১ দিন আগে গরু কিনে। বেশী দিন আগে কিনলে লালন পালনের ঝামেলা হয়। হয়ত ২/১ দিনের মধ্য হাটগুলিতে কোরবানির গরু-ছাগলে ভরে উঠবে। সেই সাথে বেচা কেনাও বেড়ে যাবে।