টান টান উত্তেজনা ও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

১৭ই সেপ্টেম্বর শনিবার নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জি এম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এই সম্মেলনকে কেন্দ্র করে নরসিংদী জেলায় টান টান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে টান টান উত্তেজনা ও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে। নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে বিপুল জনসমাগম হয়।

এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)। সম্মেলনের উদ্ভোদক ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়ামের সদস্য জনাব ডঃ আব্দুর রাজ্জাক (এমপি)। এই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)। কেন্দ্রীয় নেতাদের মধ্য আরও উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল ইসলাম, মৃনাল কান্তি দাস্‌, এডভোকেট সানজিদা খাতুন, দেলোয়ার হোসেন, মেহের আফরুজ চুমকি, সামসুন নাহার চাপা, এডভোকেট রিয়াজুল কবির কাওসার, ইকবাল হোসেন অপু (এমপি), আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীমসহ আরও অনেকে।

এই সম্মেলনে সভাপতি হিসাবে ৩ জন প্রার্থী ছিলেন। তারা হলেন জি এম তালেব হোসেন, লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু (এমপি) ও জহিরুল হক মোহন (এমপি)। অপরদিকে সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন ১৮ জন। তাদের মধ্য পীরজাদা মোহাম্মদ আলী, কামরুজ্জামান কামরুল, মন্তাজ উদ্দিন ভূইয়া ও আমিরুল ইসলাম ভূইয়া ছিলেন অন্যতম। এই সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন ডঃ আব্দুর রাজ্জাক। ডঃ আব্দুর রাজ্জাক সভাপতি হিসাবে জিএম তালেব হোসেন ও সধারন সম্পাদক হিসাবে পীরজাদা মোহাম্মদ আলীর নাম ঘোষনা করেন।