রাজধানীসহ সারাদেশ তীব্র শীতে কাঁপছে, ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রী সেলসিয়াস
গত ১২ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৪ ডিগ্রী সেলসিয়াস। একই সময়ে ঢাকার তাপমাত্রা ১১.৫ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এ বছর এটিই ঢাকার সর্বনিন্ম তাপমাত্রা। রাতে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মানুষের চলাচল খুবই সীমীত। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের কারনে রিক্সা ও সিএনজির যাত্রী নেই। শীতে রিক্সায় বাতাস লাগে তাই চলাচল্ খুবই কঠিন হয়ে পড়েছে। চা ও পিঠার দোকানগুলিতে মানুষের ভীড় লেগে আছে। সবাই একটু উঞ্চতার পরশ নিতে চাচ্ছে। রাজধানীর অধিকাংশ বাসা টাইলসের হওয়ায় বাসার ভিতরেও প্রচন্ড ঠান্ডা বিরাজমান। গতকাল দুপুরে অল্প সময়ের জন্য রাজধানীতে সূর্যের দেখা মিললেও আজ সারাদিনই সূর্য অনুপস্থিত ছিল।সারাদিনই রাজধানী কুয়াশার চাদরে ঢাকা ছিল। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করেছে। কুয়াশার কারনে সারাদেশে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। কুয়াশায় দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে। আবহাওয়ার বিভিন্ন তথ্য বিশ্লেষন করে আরও বেশ কয়েকদিন শীতের এ অবস্থা অব্যহত থাকার ইঙ্গিত মিলছে।