ইইউ নেটোর ক্রীতদাস হিসাবে কাজ করছে-পুটিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, ইইউ নেটোর ক্রীতদাস হিসাবে কাজ করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নেটো ও ইইউ একসঙ্গে ইউক্রেনের জয়ের পক্ষে কাজ করবে মঙ্গলবার এই যৌথ ঘোষনা আসার পরিপ্রেক্ষিতে পুটিন এই মন্তব্য করেছেন। আর নেটো ও ইইউর যৌথ ঘোষনা উত্তর আটলান্টিকে ইইউর অধস্তনতাই প্রকাশ করে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আর এই ঘোষনাকে বল প্রয়োগ করে আমেরিকার স্বার্থ হাসিলের একটি হাতিয়ার বলে মনে করেন জাখারোভা।

ছবি-সংগৃহীত

জাখারোভা বলেন ইউরোপীয়রা আমেরিকার কাছে তাদের বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক স্বকিয়তা হারিয়ে ফেলেছে এবং আমেরিকার ওপর তাদের ক্রমবর্ধমান নির্ভরশীলতাই প্রকাশ পাচ্ছে। এদিকে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার দাবি করছে যে তারা ইউক্রেনের লবনখনি সমৃদ্ধ শহর বলদারের দখল নিয়েছে। অপরদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে বলদার শহরে তারা লড়াই চালিয়ে যাচ্ছে।