জার্মানির লেপার্ড-২ ট্যাংক সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জার্মানির তৈরী লেপার্ড ট্যাংক নিয়ে চলছে ব্যপক আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কি জার্মানির কাছে এই ট্যাংক চেয়েছেন। অনেকে বলে আসছেন এই ট্যাংক ইউক্রেনের সেনারা পেলে যুদ্ধের গতি প্রকৃতির মোড় ঘুরে যাবে। কিন্তু জার্মানি ইউক্রেনকে এই ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছে। এটি একটি অতি শক্তিশালী ও আধুনিক ট্যাংক।
লেপার্ড-২ জার্মানির তৈরী একটি তৃতীয় প্রজন্মের ট্যাংক। ক্রাউস মাফেই ১৯৭০ সালে পশ্চিম জার্মানির সেনাবাহিনীর জন্য লেপার্ড-২ ট্যাংক তৈরী করেন। এটি ১৯৭৯ সালে পশ্চিম জার্মানির সেনাবাহিনী প্রথম ব্যবহার শুরু করে।এই সময় থেকে এটি লেপার্ড-১ ট্যাংকের উন্নত সংস্করণ হিসাবে ব্যবহার হয়ে আসছে। এটি রাইন মেটাল দিয়ে তৈরী ও ১২০ মিমি স্মুথবোর কামান দিয়ে সজ্জিত। এই ট্যাংকটি এমটিউ ফ্রেডরিকশাফন দ্বারা তৈরী একটি বি-১২ টুইন-টার্বো ডিজেল ইঞ্জিন দিয়ে চালিত।
জার্মানি ও ১৩টি ইউরোপীয় দেশসহ কানাডা, চিলি, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরও এই ট্যাংক ব্যবহার করে। এই ট্যাংক কসোভো ও আফগানিস্তানে ব্যবহার হয়েছে।তুরস্ক সিরিয়ায় এই ট্যাংক ব্যবহার করেছে। এর দুটি মডেল রয়েছে লেপার্ড ২এ৪ ও লেপার্ড ২এ৫। অরিজিনাল মডেল ২এ৪ এ উলম্বভাবে মুখোমুখি বুরুজ বর্ম রয়েছে। লেপার্ড ২এ৫ এ তীর আকৃতির বুরুজ এপ্লিক আর্মার রয়েছে।এ ছাড়াও এ মডেলটিতে লেজার রেঞ্জফাইন্ডার, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, একটি স্থিতিশীল প্রধান বন্দুক, কোএক্সিয়াল মেশিনগান, নাইট ভিশন ও দেখার জন্য উন্নত সরঞ্জাম রয়েছে। এটি আঁকাবাঁকা ও উচুনিচু দিয়ে চলার সময়ও লক্ষ ভেদ করতে সক্ষম।