এন্টার্টিকায় ভেঙ্গে পড়েছে প্রায় ১৫শ বর্গ কিলোমিটার আয়তনের হিমশৈল
ভেঙ্গে পড়া হিমশৈলটির আয়তন প্রায় বৃহৎ লন্ডন শহরের সমান। সপ্তাহ খানেক আগে এই হিমশৈলটি ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে। এই সংস্থা এন্টার্টিকায় নানা ধরনের গবেষনা ও সমীক্ষা কাজে নিয়োজিত।বিজ্ঞানীরা এক দশক আগেই ব্রান্ট আইস শেলফের এই হিমশৈলীতে বড় ধরনের ভাঙ্গনের বিষয়টি জানতে পারেন। তবে বিগত দুই বছরে হিমশৈলটিতে বড় ধরনের দুটি ভাঙ্গন ধরে। বিএএস হ্যালি রিসার্চ স্টেশনের অবস্থান ব্রান্ট আইস শেলফে। তবে এর ভাঙ্গনে গবেষনা কেন্দ্রটির কোন ক্ষতি হয়নি।
জলবায়ু পরিবর্তনের কারনে এটি ভাঙ্গেনি। এটি যে ভেঙ্গে যাবে তা বিজ্ঞানীদের ১০ বছর আগেই জানা ছিল।বিএএসের হিমশৈলবিদ প্রফেসর ডমিনিক হজসন বলেন, হিমশৈল ভেঙ্গে পড়ার এ ঘটনা অপ্রত্যাশিত না। এটা ব্রান্ট আইস শেলফের স্বাভাবিক আচরণ। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোনো যোগসূত্র নেই। তবে এই বিষয়টির ঝুঁকি নিয়ে গবেষকরা সদা তৎপর আছেন।