মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরনে চিন্তিত যুক্তরাষ্ট ও মিত্ররা
সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক আবার পুনঃ স্থাপনে রাজি হয়েছে। এই নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পুনঃ সম্পর্ক স্থাপনের খবরে বিশ্বের অনেক দেশ স্বাগত জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরান ও সৌদির বৈরিতার আসল সুবিদাভোগী যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মধ্যপ্রাচ্যের এই দেশ দুটির বৈরিতার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ফাইদা লুটেছে যুক্তরাষ্ট্র। তাই এই সম্পর্ক পুনঃ স্থাপনের খবরে ভাজ পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়িলের কপালে।
২০১৬ সালে সৌদি আরব দেশটির এক শিয়া ধর্মগুরুকে মৃত্যু দন্ড দিলে সৌদি আরব ও ইরানের মধ্য সম্পর্কের অবনতি ঘটে। ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সুখোই জঙ্গি বিমান কিনছে বলে মিডিয়ায় খবর বেড়িয়েছে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র ইসরায়িলের স্নায়ূচাপ বেড়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়িল অচিরেই হয়ত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে নতুন খেলায় মেতে উঠবে।