ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় “মোখা”

অতিপ্রবল “ঘূর্ণিঝড়” মোখা বাংলাদেশের উপকুলের দিকে ধেয়ে আসছে। এটি মধ্য ও মধ্য-পূর্ব বঙ্গপোসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার সকালের পর যে কোন সময় কক্সবাজার ও মিয়ানমারের উত্তর দিক দিয়ে উপকুল অতিক্রম করবে বলে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এর প্রভাবে কক্সবাজার, চট্রগ্রাম, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী ও ভোলা জেলাসমূহের উপকুলে ৮-১২ উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।এর প্রভাবে চট্রগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। উক্ত ৩ বিভাগের অনেক স্থানে ভূমি ধ্বসের সৃষ্টি হতে পারে।

(ছবিঃ সংগৃহীত)

কক্সবাজার সমূদ্র বন্দরকে ১০ নম্বর পুনঃ ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।চট্রগ্রাম, মংলা ও পায়রা বন্দরকে ৮ নম্বর পুনঃ ৮ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। মোখার প্রভাবে আজ বিকাল থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। ইতিমধ্য উপকূলীয় এলাকার জরুরি পরিষেবা সমুহের ছুটি বাতিল করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ত্রান সামগ্রীও আগাম বরাদ্ধ দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারী বিভিন্ন সংস্থা মোখা মোকাবেলায় তৎপর রয়েছে।