নরসিংদীতে ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা

নরসিংদী জেলা ছাত্রদলের দুই নেতা সাদেকুল ইসলাম ও আশরাফুল ইসলাম নিহতের ঘটনায় বিএনপির যুগ্ন-সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এরই মধ্য এই খুনের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎসহ ৩ জনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মোটরসাইকেল যোগে জেলা শহরের বাসাইলে খাইরুল কবির খোকনের বাসা ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মহরাকালে ছাত্রদলের অপর গ্রুপের গুলিতে সাদেক ও আশরাফুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতলে নেওয়া হয়। এখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুলকে মৃত ঘোষনা করে। পরদিন শুক্রবার আশরাফুলও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

৪ মাস আগে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা হলে পদবঞ্চিতরা এই কমিটি ঘোষনায় খাইরুল কবির খোকনের হাত রয়েছে মনে করে তার বাসায় কয়েক দফায় হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। নিহত সাদেকুল জেলা ছাত্রদলের সাবেক কমিটির সহসভাপতি ও সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ার চর গ্রামের আলাউদ্দিন মেম্বারের ছেলে।