যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১৩৫ জন মানুষ আত্নহত্যা করে

বাংলাদেশের মত বিশ্বের অনেক দেশের মানুষই যুক্তরাষ্ট্রকে স্বপ্নের দেশ হিসাবে মনে করে। সেদেশে যেয়ে স্বপ্নের জীবনযাপন করতে নিজের সব কিছু বিক্রি করে দিতেও প্রস্তুত। লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যু ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মানুষ। বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। সে দেশে গেলেই হয়ত আর কোন সমস্যা থাকবে না। আর উন্নত জীবন যাপন করতে পারবে এমন ধারনা পোষন করেই বিশাল স্বপ্ন নিয়ে সেদেশে যাচ্ছে।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন ধারনা দেয়। অধিকাংশ বাংলাদেশী যুক্তরাষ্ট্রে মানবেদর জীবন যাপন করে। অধিকাংশ বাংলাদেশিই সেদেশে লেবারের কাজ করে। মাসে যে পরিমান অর্থ উপার্জন করে তার থেকে বেশী খরচ হয়। যাওয়ার পর বুঝতে পারে আসলে যুক্তরাষ্ট্র অধিকাংশ সূচকে বাংলাদেশ থেকে ভাল দেশ নয়। সেখানে মানুষের মধ্য অশান্তি অনেক বেশী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজেজ কট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্নহত্যা করেছে ৪৯৪৪৯ জন মানুষ। যা প্রতিদিন গড়ে প্রায় ১৩৫ জনের মত হয়। এত শান্তির দেশ হলে তো প্রতিদিন এত মানুষ আত্নহত্যা করত না।