বাংলাদেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আনা উদ্বেগ প্রস্তাব নাকচ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আনা প্রস্তাব ভোটাভোটিতে নাকচ হয়ে গেছে।প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৫৭টি আর এর বিপক্ষে ভোট পড়ে ৪০৪টি। ভোটদানে বিরত থাকেন ৯ জন। বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের বিচারের প্রেক্ষাপটে এই উদ্বেগ প্রস্তাবটি উঠেছিল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে।
উল্লেখ্য রাজধানীর সাপলা চত্তরে হেফাজতের তান্ডবের সময় মনগড়া হতাহতের সংখ্যা প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশে বিশৃংঙ্খলা সৃষ্টির অপপ্রয়াশ চালিয়ে সরকার পতনের অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি আদিলুর রহমান ও একই সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে সরকার ডিজিটাল নিরপত্তা আইনে মামলা করে। এই মামলায় আজই বিচারিক আদালতে উক্ত দুইজনের ২ বছর করে সাঁজা হয়। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দন্ডও প্রদান করে আদালত। আদিলুর রহমান একজন বিএনপিপন্থী আইনজীবী। তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ডেপুর্টি এটর্নি জেনারেল ছিলেন। তাদের বিরুদ্ধে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ রয়েছে।