পাবনার পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি, যানবাহন চলাচল বন্ধ
দেশে পৌছে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ইউরিনিয়ামের প্রথম চালান। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তেজস্ক্রিয় পদার্থ বহনকারী রাশিয়ার একটি চাটার্ড বিমানে এই জ্বালানি ঢাকায় আসে। আজ এই ইউরিনিয়াম সড়ক পথে যাচ্ছে পাবনার রূপপুরের ঈশ্বরদীতে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আর এই জন্য নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার ভোর থেকে ঢাকা-পাবনা সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই জ্বালানি অত্যান্ত তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় নিরাপত্তার ঝুকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময়ে বিকল্প পথ হিসাবে আরিচা-পাবনার কাজিরহাট ফেরিঘাট হয়ে যানবাহন চলাচল করতে বলা হয়েছে।
এই ইউরেনিয়াম আগামী ৫ই অক্টোবর রাশিয়ার রাষ্ট্রীয় এটমিক এনার্জি কর্পোরেশনের ডাইরেক্টর জেনারেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমীর পুটিন ভার্চুয়ালি কথা বলবেন। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোজাটম পাবনার ঈশ্বরদীর রূপপুরে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াটের দুইটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এর একটি শীঘ্রই চালু হতে যাচ্ছে।