দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে সিইসি
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষনে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এই তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ই জানুয়ারী’২০২৪ এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন রাখা হয়েছে ৩০শে নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১-৪ ডিসেম্বর। ১৭ই ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ১৮ই ডিসেম্বর থেকে ৫ই জানুয়ারী পর্যন্ত প্রচারনা চালানো যাবে। তারপর ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সিইসি তার ভাষনে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।
এদিকে তফসিল ঘোষনার পর আওয়ামীলীগ ওর এর সহযোগী সংগঠনগুলি তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভী নির্বাচন প্রতিহত করার ঘোষনা দিয়েছে।