বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকেট
আগামী ১লা ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেন সার্ভিস। রাজধানী থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজারে। প্রথমে একজোড়া ট্রেন এই পথে চলাচল করবে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। আর বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে এই লাইনের অনলাইন টিকেট। ইতিমধ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রাম-কক্সবাজার লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করে এসেছেন। কক্সবাজারে বিলাশবহুল দৃষ্টি নন্দন একটি ট্রেন স্টেশন তৈরী করা হয়েছে। যা এখন সার্ভিস দেওয়ার জন্য পুরাপুরি প্রস্তুত আছে।
ঢাকা থেকে কক্সবাজারের সর্বনিন্ম ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ৫০৫ ও ১৭৩১ টাকা। শোভন চেয়ারের ৫০৫ টাকা, স্নিগ্ধা শ্রেনী ৯৬০ টাকা, এসি সিট ১১৫৬ টাকা ও এসি বার্থ ১৭৩১ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। যাত্রীদের ভ্রমন আরামদায়ক করার জন্য এতে কোরিয়ান কোচ ব্যবহার করা হয়েছে।
ট্রেন দুটির একটি রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কক্সবাজারে পৌছাবে ভোর ৬টা ৪০ মিনিটে। মাঝে চট্রগ্রামে ট্রেনটি ২০ মিনিট যাত্রা বিরতি দিবে। অপরদিকে ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্রগ্রামে ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা পৌছাবে।
এই ট্রেন সার্ভিস চালু হলে পর্যটন নগরী কক্সবাজার ব্যবসা বানিজ্যে আরও সমৃদ্ধ হবে। যা দেশের অর্থনীতিতে ব্যপক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।