ক্ষীন হয়ে আসছে বিএনপির নির্বাচনে অংশ গ্রহন
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে নভেম্বরই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমাদানের দিন। সে হিসাবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। কিন্তু এখন পর্যন্ত দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেয়নি। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি ছিটকে পড়ছে বলেই আপাতত মনে হচ্ছে। তবে দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহন এখনো সম্ভব। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা বাড়ানোর আবেদন করতে হবে ইসির কাছে। ইসি থেকেও বলা হচ্ছে বিএনপি নির্বাচনে এলে ভোট গ্রহনের দিন ঠিক রেখে মনোনয়ন জমাদানের দিনক্ষন বাড়ানো হবে।
এদিকে বিএনপি থেকে কিছু নেতা বাহির হয়ে যোগ দিয়েছে তৃনমূল বিএনপিতে। ফলে বিএনপির অনেক নেতা তৃনমূল বিএনপি থেকে নির্বাচন অংশ গ্রহন করবে। আবার বিএনপির অনেক নেতা স্বতন্ত্রভাবেও মনোনয়ন জমা দিয়েছে। আগামী ১/২ দিনের মধ্যেই এদের পরিচয় ও সংখ্যা জানা যাবে। বলার অপেক্ষা রাখে না যে দলগতভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করলে নির্বাচন অনেকবেশী অংশগ্রহণমূলক হবে।পর্দার আড়ালে অংশ গ্রহন করাতে হয়ত কোন মেকানিজম চলছে।
বিদেশী শক্তির ওপর বিএনপি খুব বেশী নির্ভরশীল হয়ে পড়েছিল। তারা ভেবেছিল বেদেশী শক্তির মাধ্যমে সরকারকে চাপে ফেলে সরকারের পদত্যগ ও তত্বাবধায়ক সরকার কায়েম করে নির্বাচনে যাবে। ২৮শে অক্টোবরের আগ পর্যন্ত তারা তাতে সফলও হয়েছিল। ২৮শে অক্টোবরের তান্ডবের মধ্য দিয়ে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পিটার হাসের লম্ফজম্ফও ধীরে ধীরে কমতে থাকে। বিএনপি শীর্ষ নেতারা একে একে বিভিন্ন তান্ডবের মামলায় গ্রেপ্তার হতে থাকে। বাকিরা আত্নগোপনে চলে যায়। একমাত্র বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীকেই আত্নগোপনে থেকে স্বরব থাকতে দেখা যায়। তবে তিনিও সরকারের সাথে কোন গোপন চুক্তিতে থাকায় হয়ত গ্রেপ্তার হচ্ছেন না! আবার কিছু আছে যারা একেবারেই চুপচাপ আছেন।
বিএনপিতে যারা জনপ্রিয় এবং যারা মনে করেন সুষ্ট নির্বাচন হলে তারা জয়লাভ করবেন তারা যে কোন অবস্থাতেই নির্বাচন করার পক্ষে। কিন্তু নির্বাচন যে পদ্ধতিতেই হোক না কেন যাদের জয়লাভের আশা নাই তারাই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবার বিপক্ষে। এরা মূলত তারেক জিয়ার কট্টর অনুসারী। বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে তারেক জিয়া। নির্বাচনে বিএনপির জয়লাভের গ্যারান্টি না থাকলে তারেক জিয়া নির্বাচনে যাবে না এমনটা ভাবাই স্বাভাবিক। ফলে বিএনপির একপক্ষ নির্বাচনে অংশ গ্রহনের পক্ষে থাকলেও তারেক জিয়ার একক সিদ্ধান্তে বিএনপি নির্বাচনে যাবে না এটা খুব আত্নবিশ্বাস নিয়েই বলা যায়।