আচরনবিধি লঙ্ঘনের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন গ্রেপ্তার
নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের গেট থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদীতে নিয়ে আসা হয়। স্বতন্ত্র প্রার্থীকে পিটানোর হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নানা সূত্র থেকে জানা গেছে।
গত বুধবার নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নগরুল ইসলাম হিরুর মতবিনিময় সভায় রিমন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে পিটানোর হুমকি প্রদান করেন বলে অভিযোগ আনা হয়েছে। নরসিংদী সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক সদর মডেল থানায় আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার রাতে রিমনের বিরুদ্ধে মামলা করেন।
নির্বাচনী অনুসন্ধ্যানী কমিটির পক্ষ থেকে নরসিংদী যুগ্ন জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ রিমনকে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারন দর্শানোর নোটিশ দিয়েছিলেন। নোটিশে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে ২৪ ঘন্টার মধ্য জবাব দিতে বলেছিলেন।