ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। রুলে আগামী ৭ দিনের মধ্য সরকার পক্ষকে কারন দর্শাতে বলা হয়েছে। বিচারপতি সেলিমের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ জ্বালাও, পোড়াও ও ভাংচুরের মাধ্যমে সরকার হটানোর পরিকল্পনার অভিযোগে ২৯শে নভেম্বর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেদিনই তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের শুনানীতে হাইকোর্ট উক্ত রুল জারি করে। এর আগে বিচারিক আদালতে তার জামিন মিলেনি। জামিন শুনানীতে ফখরুলের পক্ষে শুনানী করেন এডভোকেট জয়নাল আবেদীন। সরকারের পক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুর্টি এটর্নি জেনারেল।