বামেরা গিলে ফেলেছে বিএনপিকে!
বামের খপ্পরে পড়েছে বিএনপি। অনেকটা ইদুরের হাতি গিলে ফেলার মত অবস্থা। বাস্তবে হাতিকে গিলে ফেলা ইদুরের পক্ষে একেবারেই অসম্ভব। অবস্থার পরিপেক্ষিতে ইদুরও হাতিকে পরিচালিত করতে পারে। রাজনীতি এমন জিনিস যে এর মাধ্যমে অপেক্ষাতকৃত অনেক ছোট শক্তির পক্ষেও অনেক বড় শক্তিকে গ্রাস করা কিংবা করায়ত্ব করা সম্ভব । বাস্তবেই বাম-বিএনপির ক্ষেত্রে এমনটিই ঘটেছে। বামেরা কাগজে বাঘ, বাকপটু ও অতি দুর্ত।
যে সমস্ত দল বিএনপির সাথে জোট বেধেছে তাদের মধ্যে বর্তমানে বামদের সংখ্যাই বেশী। আর এই বামেরাই বিএনপি নামক বড় একটি দলকে ছলে বলে কৌশলে নির্বাচন থেকে দূরে রেখেছে।জোটবদ্ধ হয়ে নির্বাচন না করলে সারাদেশে এদের একটি আসনও জয়ের বিন্দু মাত্র সম্ভাবনা নাই। ৩০০ আসনেই এরা জামানত হারাবে। তাই নির্বাচনে বামদের কোন আগ্রহ থাকার কথা না। এরা এখন বিএনপির ঘাড়ে চেপে বসে রাজনীতি করছে। এরা মুলত বিএনপিকে শোষন করছে। আর এদেরই প্ররোচনায় বিএনপি নির্বাচনের লাইনচ্যুত হয়েছে।