ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার
আগামী ৭ জানুয়ারী’ ২০২৪ ইংগ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ১৮৯৬ প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্য আওয়ামীলীগ এককভাবে প্রার্থী দিয়েছে ২৬৩টি আসনে, মোট ৩০টি আসন ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের জন্য। জাতীয় পার্টি মোট ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছে। এই নির্বাচনে নিবন্ধিত মোট ২৮টি দল অংশ নিচ্ছে। বিএনপি-জামাতসহ সমমনাদের ভোট বর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচনী নানা প্রক্রিয়া। দেশী-বিদেশী নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশন আজ এক পরিপত্রের মাধ্যমে জানিয়েছে এই নির্বাচনের ব্যালট পেপার ভোটের দিন সকালে যাবে কেন্দ্রে। তবে দুর্গম অঞ্চলে রাতেই পৌছে দেওয়া হবে ব্যালট পেপার। নির্বাচনের আগে পরে আইনন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে মহামান্য রাষ্ট্রপতি।