রাজধানীতে জমে উঠেছে ভোটের প্রচার
আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামীলীগসহ ২৭টি নিবন্ধিত দল এই নির্বাচনে অংশ গ্রহন করছে। এ ছাড়াও অনিবন্ধিত অনেক দল ও সতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অংশ গ্রহন করছে। অপরদিকে বিএনপিসহ তাদের সমমনারা এই নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে। আর এই উদ্দেশ্যে তারা হরতাল/অবরোধ/ অসহযোগ আন্দোলনসহ নানা ধরনের কর্মসূচী চালিয়ে যাচ্ছে। তবে এই সমস্ত কর্মসূচীতে জনগনের অংশ গ্রহন বা সমর্থন দেওয়া দুরের কথা নিজ দলের কর্মীদেরই মাঠে নামাতে পারেনি তারা। ফলে যথাযত নিয়মেই নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলেছে।
সারাদেশের মত রাজধানীতে প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত। রাজধানীর অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। নৌকা, ঈগল, মোটরগাড়ি, বেলুন, একতারা, কোলাসহ আরও অনেক রকম প্রতীকের পোষ্টার সোভা পাচ্ছে রাস্তার ওপরে। বাসা, দোকান ও মার্কেটে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। ডিজিটাল মিডিয়ায় প্রচারনা চালাচ্ছেন প্রায় সকল প্রা্থীই। সুরে সুরে গানে গানে স্লোগান চলছে। এই সব স্লোগান শিল্পীদের দিয়ে আগেই রেচর্ড করা। একটু পরপরই রিক্সা কিংবা অটোতে করে বাজিয়ে যাচ্ছে নানা ধরনের স্লোগান সম্বলিত গান। তবে বেসুরা না হওয়ায় শুনতে বেশ ভালই লাগে। নির্বাচন কমিশনের বেধে দেওয়া বিধির মধ্যেই এই সব প্রচারনা চলছে। রাজধানীতে এখন পর্যন্ত কোন নির্বাচনী সহিংসতা ঘটেনি। সারাদেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য লড়ছেন ১৮৯৬ জন প্রার্থী। আসন্ন এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১৯১৫১৪৪০। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন দেশের জন্য অপরিহার্য।