নরসিংদী সদর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
নরসিংদী সদর আসনে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। নৌকা, ঈগল, লাঙ্গলসহ নানা প্রতীকের পোস্টারে চেয়ে গেছে এই নির্বাচনী এলাকা। এই আসনে মুলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা আর ঈগলের মধ্যে। নৌকা প্রতীক পেয়েছেন বর্তমানসহ পরপর তিন বারের এমপি অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু( বীর প্রতীক)। তিনি নরসিংদীর ঐতিজ্যবাহী পরিবারের সন্তান। রায়পুরা থানার আমিরগঞ্জ বড়বাড়ি তার মামার বাড়ি। আপন মামাতো ভাই এরশাদ উদ্দিন মনির নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান। আরেক মামাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহউদ্দিন ইরান। নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এডভোকেট আসাদুজ্জামান তার মামাতো বোনের জামাই। আবার শিবপুরের এমপি সাজাহান সাজু তার আরেক মামাতো বোনের জামাই। আড়াই হাজারের এমপি নজরুল ইসলাম বাবু তার ভাগ্নীর জামাই। সব মিলিয়ে যোগ্যতার বিচারে নজরুল ইসলাম হিরু একজন অতুলনীয় যোগ্য প্রার্থী। যোগ্যতার বিচারে তিনিই বিপুল ভোটে জয়লাভ করার কথা।
প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ঈগল প্রতীকের কামরুল ইসলাম কামরুলের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করার মত না। জনপ্রিয় মেয়র লোকমান মারা গেলে তার ইমেজকে কাজে লাগিয়ে মেয়র হন কামরুল। ঠিকাদারি করে তিনি প্রচুর অর্থ সম্পদদের মালিকও বটে। তিনি নরসিংদী জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারন সম্পাদক। যোগ্যতার বিচারে কামরুল নৌকা প্রতীকের হিরুর থেকে অনেক পিছিয়ে থাকলেও ভোটের হিসাবে পিছিয়ে নেই। নির্বাচনে তিনি প্রচুর টাকা খরচ করছেন। সদরের সর্বত্র তার প্রচারনা লক্ষ করার মত। সদরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় কামরুল ইসলামেরও প্রচুর সমর্থক রয়েছে। এই আসনে কে জয়লাভ করবে তা আগে থেকে অনুমান করা অনেক কঠিন। ভোটারদের সাথে কথা বলে জানা যায় এই আসনে নৌকার সাথে ঈগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে।