নরসিংদী-৫ রায়পুরায় লড়াই হবে নৌকা আর ঈগলে
জমে উঠেছে নরসিংদী-৫ রায়পুরা আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা রায়পুরায় রয়েছে ২৪টি ইউনিয়ন। হাট-বাজার, রেল স্টেশন, চায়ের দোকানসহ সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া বইছে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এলাকার বিভিন্ন স্থানে। ভোট ও দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। সেই সাথে নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন সেসব ফিরিস্তি শুনাচ্ছেন ভোটারদের। আবার ভোটারগনও নিজের মত করে বলে যাচ্ছেন কে বিজয়ী হলে কি করবে। নিজ নিজ প্রার্থীর পক্ষে সমর্থকরা বিরামহীন প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ডিজিটাল মিডিয়ায় গানে গানে সুরে সুরেও এই প্রচারনা চলছে।
নৌকা, ঈগল, লাঙ্গল, মিনার, কাঁচিসহ নানা প্রতীক নিয়ে লড়ছেন প্রার্থীরা। তবে এই আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সাথে ঈগলের। নৌকা প্রতীক পেয়েছেন বর্তমানসহ ৬ বারের এমপি রাজি উদ্দিন আহমেদ। যিনি সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য। অপরদিকে ঈগল প্রতীকের মিজানুর রহমান চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বাড়ি চর এলাকায়। এই দুজনকে ঘিরে ব্যপক প্রচারনা চলছে। এখানে এলাকা ভিত্তিক ভোটের হিসাবও চলছে। আবার ৬ বার সংসদ সদস্য থাকার সুবাদে রায়পুরার সর্বত্র যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছেন জনাব রাজু। উপজেলায় তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তার ব্যপক উন্নয়নের কারনে বিরোধী দলের অনেক ভোটও তিনি পান। এই উপজেলায় আওয়ামীলীগ নেতারা নির্বাচনকে ঘিরে ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তবে এই বিভক্তি আদর্শিক কারনে না হয়ে হয়েছে স্বার্থের কারনে। নেতারা দুই ভাগে বিভক্ত হলেও সমর্থক কিংবা কর্মীরা অবিভক্তই আছেন বলে নানা জনের সাথে কথা বলে জানা গেছে। উপজেলা আওয়ামীলীগের যে সমস্ত নেতাদেরকে নানা স্বার্থগত কারনে রাজু দূরে রেখেছেন কিংবা অন্য কোন কারনে দুরত্ব তৈরী হয়েছে মুলত তারাই মিজান চৌধুরীকে সমর্থন করছেন। আওয়ামীলীগের ভোট ব্যাংক থেকে খুব বেশী ভোট ঈঙ্গলে যাবে না বলে অনেকে মনে করছেন।
রায়পুরার ২৪টি ইউনিয়নের মধ্যে ৮টি রয়েছে চর এলাকায়। আগের নির্বাচনগুলিতে রায়পুরার চর এলাকার সিংহভাগ ভোট পাইতেন নৌকার রাজু। এবার ঈগলের মিজান চৌধুরীর বাড়ি চর এলাকায় হওয়ায় সেখানে ভোটের হিসাবে কিছুটা পরিবর্তন আসবে। কেউ কেউ বলছেন চর এলাকায় দুজনেই সমান সমান ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অন্যেরা বলছেন অধিকাংশ ভোট পাবেন মিজান চৌধুরী। এই আসনে সব অংকে নৌকার পাল্লা ভারী হলেও অনেকে ঈগলের সাথে তীব্র লড়াইয়ের সম্ভাবনার কথাও বলছেন।