নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ হয়েছে-বিদেশী পর্যবেক্ষকগণ
বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন পর্যবেক্ষণে আসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপান থেকে আসা পর্যবেক্ষকরা। সোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে তারা এই মন্তব্য করেন। সার্বিক বিবেচনায় উপস্থিত সকল পর্যবেক্ষক একমত হয়েছেন যে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ন ও সাধারন মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে। তারা যে সমস্ত কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন সেখানকার ভোটাদের সাথে আলাপ করে জানতে পেরেছেন যে ভোট দেওয়ার পথে তাদের কোন বাধার সন্মুখিন হতে হয়নি। প্রার্থীদের দ্বারা ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে এমন তথ্যও তারা পাননি। তারা বলেন এটা গনতন্ত্র ও ভোটাধিকারের জন্য ভাল ইঙ্গিত দেয়। তারা বলেন, আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোটাধিকারের ব্যপারে খুবই আন্তরিক যা বিশ্বের অন্যদেশে খুব কম পাওয়া যায়। তারা বলেন সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন করলে আরও সুন্দর ও উৎসবমূখর হত। এর আগে ওআাসিও বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে।
এদিকে ইতিমধ্য ৭টি দেশের রাষ্ট্রদূতরা গনভবনে শেখ হাসিনার সাথে দেখা করে নিরষ্কুশ সংখ্যা গরিষ্টতা লাভ করায় অভিনন্দন জানিয়েছেন। দেশগুলি হল ভারত, চীন, রাশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, ভূটান ও সিঙ্গাপুর।