জমে উঠেছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা
২১শে জানুয়ারী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার এটি ২৮তম আসর। এর আগে এ মেলা অনুষ্ঠিত হত শেরে বাংলা নগরে খোলা মাঠে। ২০২১ সাল থেকে এই মেলার স্থায়ী স্থাপনা পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে এই বানিজ্য মেলা। প্রতি বছর ১লা জানুয়ারী থেকেই এই মেলার আয়োজন হয়ে আসছে। তবে এবার নির্বাচনের কারনে এই মেলা ২১শে জানুয়ারী থেকে শুরু হয়েছে। এই মেলার আয়োজক বানিজ্য মন্ত্রনালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
মেলার প্রবেশপথ রয়েছে উত্তর দিকে। গাড়ি পার্কিংয়ের জন্য মেলার মূল প্রাঙ্গনে স্থায়ী দুতলা পার্কিং রয়েছে। এই পার্কিংয়ে ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা আছে। এছাড়াও মূল প্রাঙ্গনের বাইরে আরও ১০০০ হাজার গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। মেলার মূল ভবনের বাহিরে উত্তর, পূর্ব ও দক্ষিন দিকেও রয়েছে অনেক স্টল ও পেভেলিয়ন। এবারের মেলায় ১৮টি পেভেলিয়নসহ দেশী বিদেশী ৩৫১টি স্টল রয়েছে। ভারত, চীন, পাকিস্তান, ইরানসহ আরো অনেক দেশ এই মেলায় অংশ গ্রহন করেছে। মেলার দৃষ্টিনন্দন বিভিন্ন স্টল ও পেভেলিয়ন দর্শকদের মুগ্ধ করে। এই সব স্টলে রকমারি পন্য সাজিয়ে রাখা হয়েছে।
মেলার মূল ভবনের দক্ষিন পাশে খোলা প্রান্তরে বসার সু ব্যবস্থা রয়েছে। আর দর্শকদের খাবার দাবারের ব্যবস্থাও আছে এই মেলায়। মেলার মূল ভবনের মধ্যেয়েই রয়েছে বিশাল রেস্টুরেন্ট। হাজি বিরিয়ানী, টেস্টি ট্রিটসহ আরও অনেক নামিদামি খাবারের দোকান রয়েছে মেলার উত্তর পাশে। বাচ্চাদের জন্য রয়েছে শিশু কর্নার যাতে রয়েছে নানা রকমের রাইড। আর এফ এল, ওয়াল্টন, নাদিয়া ফার্নিচার, আক্তার ফার্নিচার, নাভানা, পোলারসহ নানা কম্পানীর দৃষ্টিনন্দন স্টলে নানা রকমের পন্য সাজিয়ে রাখা হয়েছ। ৫০ টাকা দিয়ে টিকেট ক্রয় করে উত্তর পাশের গেট দিয়ে প্রবেশ করতে হয় এই মেলায়। মাসব্যপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।