ছুটির দিনে বইমেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম
অমর একুশে বইমেলার আর মাত্র ৫ দিন বাকি। আজ শনিবার ছুটির দিনে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে প্রানের বইমেলায়। মেলার দুই অংশেই ঘুরে দেখা যায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে বইপ্রেমীরা ভীড় জমিয়েছে।
সকলেই বই দেখায় ও কিনায় ব্যস্ত।দুর্বার গতিতে এগিয়ে চলেছে সময়। সেই সাথে মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ব্যপক পরিবর্তন এসেছে।
তাই মানুষ এখন ইন্টারন্যাটের ওপর বেশী নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে বই বিক্রি অনেকটা কমে গেছে। তবুও বইপ্রেমী ও জ্ঞান পিপাষু মানুষ বই মেলায় যায়, কিছু বই ক্রয় করে।
এবারের মেলায় বাংলা একাডেমী প্রাঙ্গনে ১১৮টি প্রতিষ্টানের মোট ১৭০টি স্টল ও ১টি প্যাভিলিয়ন রয়েছে। অপরদিকে সোহরাওয়ার্দী উদ্যানের অংশে রয়েছে ৫১৭টি প্রতিষ্টানের ৭৬৬টি স্টল ও ৩৬টি প্যাভিলিয়ন।
সব মিলিয়ে এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্টানের মোট ৯৭৩টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের অংশে মেলার পরিধি অনেক বাড়ানো হয়েছে।
মেলায় নামাজের স্থান, ফ্রেস রুম ও ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা স্থান রয়েছে। মেলায় অনেকগুলি রেস্টুরেন্টও রয়েছে। আর প্রতিদিনের নতুন বই সংগ্রহের জন্য অনেকগুলি বুথও রয়েছে।