রাজধানীর বেইলী রোডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৬
রাজধানীর কেন্দ্রস্থল বেইলী রোডে বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও ২২ জনকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্য অনেকেই আশংষ্কাজনক অবস্থায় রয়েছে বলে ডঃ সামন্ত লাল সেন জানিয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশেরই শ্বাসনালী পুড়ে গেছে।
এই পর্যন্ত ৩৯টি মরদেহ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬টি মরদেহ সনাক্ত করতে ডিএনএ টেস্ট করতে হবে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। রাত ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরই মধ্য ভবনটির বিভিন্ন তলা থেকে আটকে পড়া ৬০ জনকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার করে। যে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে তার মধ্য কাচ্চি ভাই, মেজবানসহ আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান রয়েছে। আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরনের শব্দ শুনেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কোন একটি রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারনা করছেন অনেকে। তবে তদন্তের পর বিষয়টি জানা যাবে।