রোজায় স্কুল খোলা থাকবে-আপিলে আদেশ
রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। ফলে রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে আর বাধা নেই। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছে। রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে রাষ্ট্রের পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানী করেন জ্যেষ্ট আইনজীবী এ কে এম ফয়েজ।
এর আগে রোজায় প্রাথমিক বিদ্যালয় ১০ দিন ও মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রনালয়। এর বিরুদ্ধে রোজায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত চেয়ে হাইকোর্টে রিট করেছিল আইনজীবী এ কে এম ফয়েজ। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল।