শুক্রবার ফিলিস্তিনির সদস্য পদ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট, যুক্তরাষ্ট্রের ভেটোর সম্ভাবনা
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে নিরাপত্তা পরিষদে শুক্রবার ভোটাভোটি হবে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৫টি ভোটের মধ্য কমপক্ষে ৯টি ভোট পক্ষে লাগবে প্রস্তাবটি পাস হতে। তবে কোন স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাবটি আটকে যাবে। এই প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের সাধারন পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে যে, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসাবে স্বীকার করে নেওয়া হোক’।
তবে ইসরায়িল চাচ্ছে না এই প্রস্তাবটি পাস হোক। ইসরায়িলের ঘনিষ্ট মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটিতে ভেটো দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন প্রস্তাবটি পাসে পক্ষে ভোট দিবে বলে আগেই ধারন পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে শঙ্কা রয়েছে। জাতিসংঘে খসরা প্রস্তাবটি উত্থাপন করেছে আলজেরিয়া। যদি নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হয় তাহলে পরে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের দুই তৃতীয়াংশ ভোটে সাধারন পরিষদে প্রাস্তাবটি পাস হলে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করবে।