ইরানে ইসরায়িলের হামলা নিয়ে ধুম্রজাল
ইসরায়িলে হামলার প্রতিশোধ হিসাবে ইরানে সুবিদাজনক সময়ে হামলা চালানোর কথা বলে আসছিল ইসরায়িল।বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইরানে ইসরায়িলের হামলার প্রথম সংবাদ দেয় যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র দাবি করেছে ইসরায়িল ইরানে মিসাইল হামলা চালিয়েছে। তবে এই হামলার ব্যপারে ইসরায়িল এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি। অপরদিকে ইরান জানিয়েছে তারা ইরানের ইসপাহান প্রদেশের আকাশে ৩টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোন ইসরায়িলের কিনা তা ইরানের পক্ষ থেকে বলা হয়নি। ইরান এই ড্রোনগুলো অনুপ্রবেশকারী আঙ্খা দিয়েছে। ইরানের ইসপাহান প্রদেশের এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করেছে।
এই ড্রোন হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। মাঝরাতে যে বিকট শব্দ হয়েছে তা এয়ার ডিফেন্স সিস্টেম চালু করায় হয়েছে বলে ইরান জানিয়েছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়িল কেহই এই হামলায় ক্ষয়ক্ষতির ব্যপারে কিছু বলেনি। ইরান এ হামলায় কোন প্রতিক্রিয়া দেখাবে না বলেও জানিয়ে দিয়েছে। ড্রোনগুলো ইসপাহানের বিভিন্ন সামরিক স্থাপনা ও পারমাণবিক প্রকল্প এলাকাকে টার্গেট করে পাঠানো হয়েছিল বলে বিভিন্ন সামরিক বিশ্লেষকরা ধারনা করছেন। ইসপাহানেই রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরন প্রকল্প।