ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যা গরিষ্টতা হারিয়েছে ক্ষমতাসীন বিজেপি
১৯শে এপ্রিল শুরু হয়ে ৭ ধাপে ১লা জুন শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। আজ এই নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। ফলাফল বিশ্লেষনে দেখা যায় ভারতব্যপী ৫৪৩ টি আসনের মধ্যে সবকটির ফলাফল ঘোষনা করা হয়েছে।এর মধ্যে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ২৩৯টি আসন, কংগ্রেস ৯৯টি আসন ও অন্যান্যরা পেয়েছে ২০৫টি আসন। কেন্দ্রীয় সরকার গঠন করতে হলে ২৭২টি আসন দরকার। এককভাবে বিজেপি সংখ্যা গরিষ্ট আসন পেলেও সরকার গঠনের জন্য তাদের আরও ৩৩টি আসন দরকার। ফলে সরকার গঠনের জন্য তাদেরকে অন্যান্য দল বা সদস্যের সমর্থন দরকার হবে। সে জন্য বিজেপিকে এখন অন্যান্য ছোট ছোট দল ও জোটের সাথে মিলে জোট সরকার গঠন করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃনমূল ২৯টি, বিজিপি ১২টি ও কংগ্রেস ১টি আসন পেয়েছে। তবে কংগ্রেসের কেন্দ্রীয় সরকার গঠনের আশা খুবই ক্ষীন। কেননা তাদের আসন রয়েছে মাত্র ৯৯টি। জোট সরকার গঠন করতে হলে তাদের আরও ১৭৩টি আসন দরকার। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষে জোটবদ্ধ সরকার গঠন করা খুবই কঠিন ব্যপার। তাই বিজেপিই আবার সরকার গঠন করবে তা প্রায় নিশ্চিত।