অবশেষে জিততে জিততে হারতে হারতে জিতে গেল বাংলাদেশ
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিয়ে পাঠায় বাংলাদেশ। মোস্তাফিজ আর রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ২০ ওভার শেষ করে শ্রীলংকা। মোস্তাফিজ ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। অপরদিকে তাসকিন আহমেদ ২টি ও তাঞ্জিম হসান সাকিব ১টি উইকেট নেন। ৩ ওভার বল করে ৩০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব আল হাসান।
জবাবে ১২৫ রানের টার্গেটে বল করতে নেমে ২৮ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। এখান থেকে তৌহিদ হৃদয় ও লিটন দাসের লড়াকু ব্যাটিংয়ে ১১.৪ ওভারে ৯১ রানে পৌছে যায় বাংলাদেশ। হৃদয় মাত্র ২০ বলে ৪টি ছক্কার মাধ্যমে ৪০ রান করে আউট হন। এরপরই সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্ত সহজ ম্যাচকে কঠিন করে ফেলে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা।শান্ত ১৩ বলে ৭ রান আর সাকিব ১৪ বলে ৮ রান করে আউট হন। ধীরে ধীরে ব্যাটারদের ওপর চাপ বাড়াতে থাকে শ্রীলংকান বোলাররা। ষষ্ট উইকেটের পতন হয় ১০৯ রানে আর ১১৩ রানে পর পর ২ বলে ২ উইকেটের পতনে চাপে পড়ে টাইগাররা। এই সময় মাহমুদুল্লাহর দৃঢ়তায় ও তার ১৩ বলে ১৬ রানের সুবাদে ৬ বল হাতে রেখেই ১২৫ রানের টার্গেট অতিক্রম করে টাইগাররা। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লংকানদের বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ-২৪ মিশন শুরু করে বাংলাদেশ।
স্কোরঃ শ্রীলংকা-১২৪/৯(২০ ওভার), বাংলাদেশ-১২৫/৮(১৯ ওভার)