মাত্র এক সপ্তাহের মধ্যেই সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হল
৮ই আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহন করেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। পরদিন উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বন্টন করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। ৭ দিন না যেতেই তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয় শুক্রবার নতুন করে শপথ নেওয়া চার উপদেষ্টার একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে তার কিছু বক্তব্য নিয়ে ফুঁসে উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রেক্ষাপট স্মরন করিয়ে দিয়ে তাকে নানাভাবে হুমকিও দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয় বলে অভিজ্ঞ মহলে ব্যপক আলোচনা চলছে।