ইরান ইসরায়িলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে
মঙ্গলবার রাতে ইরান ইসরায়িলে ব্যপক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। ইরান ১৮১টি ব্যালাস্টিক মিসাইল দিয়ে এই ক্ষেপনাস্ত্র হামলা চালায়। তবে এই ক্ষেপনাস্ত্রের অধিকাংশই লক্ষে আঘাত এনেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নি। অন্যান্য লক্ষ বস্তুর মধ্যে ইসরায়িলের বিমান ঘাঁটিও ছিল।এই ঘাঁটিতে ইরানের মিসাইল আক্রমন সফল হয়েছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সিএনএনও জানিয়েছে একের পর এক মিসাইল বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। হিজবুল্লাহ কমান্ডার নসরুল্লাহকে ইসরায়িল কর্তৃক হত্যার বদলা হিসাবে এই হামলা চালিয়েছে ইরান। ইরান ও গাজাবাসী রাতভর এই হামলা উদযাপন করেছে।
হামলার সময় ইসরায়িলি মন্ত্রীসভা বাংকারে আশ্রয় নিয়েছিল। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতাও নিরাপদ স্থানে আছেন। ইসরায়িল এই হামলার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারী দিয়েছে। মার্কিন বাহিনীকে ইসরায়িলের পাশে থাকার আহবান জানিয়েছে বাইডেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়িলের পাশে থাকবে বলে জানিয়ে দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যপকভাবে বৃদ্ধি পেল।