সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বিএনপি মহাসচিব বি চৌধুরী আর নাই
জননেতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ফুসফুসের জটিলতা নিয়ে নিজ প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বি চোধুরী শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যগ করেন। বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতি এক বহুমাত্রিক গুনীব্যক্তিকে হারালো।
ফুসফুসের জটিলতা নিয়ে ২রা অক্টোবর সকালে তিনি তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। ৪ঠা অক্টোবর বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছিলেন তার ছেলে মাহী বি চৌধুরী। তিনি তার পিতার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছিলেন। অবশেষে ভোর ৩টা ১৫ মিনিটে ইহকালের মায়া ত্যগ করে পরকালে চলে যান বি চৌধুরী। তিনি ১৯৩০ সালের ১১ই অক্টোবর কুমিল্লা শহরে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুরের দয়ার হাটে। তার পিতা প্রখ্যাত রাজনীতিবিদ ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী পরিষদের সাবেক মন্ত্রী ছিলেন।