হাওয়ায় উড়ছে আমার দেশ
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্ব গতি। ব্যাংকে টাকা নাই। দেশের খ্যাতনামা অনেক ব্যাংক ২০ হাজার টাকাও দিতে পারছে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় মাত্র ২০ হাজার টাকা উঠানোর জন্য। শেয়ার মার্কেটে টানা ধ্বস অব্যহত। বিনিয়োগকারীরা হতাশার সাগরে নিমজ্জিত। চারদিকে চাদাবাজি-দখলদারী চলছে। তথাকথিত একদল ছাত্র রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে চোখ রাঙ্গাচ্ছে যা এদেশে নজিরবিহীন। পুলিশ হেফাজতে থাকা আসামীকে মারধোর করা হচ্ছে আদালত প্রাঙ্গনে। একেই কি আইনের শাসন বলে? আইনের শাসনের সংজ্ঞাও পালটে গেছে। চারদিকে শুধু নেতিবাচক খবর, শুধুই হতাশা, আশার আলো নাই বললেই চলে। এদিকে বিশ্বব্যাংক জিডিপি কমে ৪% নেমে আসার পূর্বাভাস দিয়েছে। মাত্র ২ মাসেই ২% নাই।
এদিকে এবারের পূজায় দেখলাম মোল্লাদের দৌড়াদৌড়ি। তারা পূজাপ্রীতি দেখাতে গিয়ে নিয়মিত প্রতিযোগিতায় নেমেছিল। পুজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করা হল। যারা আগে ভারত বিরোধীতায় মেতে থাকতো তারাই এখন ভারত প্রীতি দেখাচ্ছে। তারা এখন ভারতকে খুশি রাখতে পূজামন্ডপে কঠোর পরিশ্রম করেছে। ভাবখানা এমন ছিল যেন মার থেকে মাসীর দরদ বেশী। ধর্মীয় মূল্যবোদকে জলাঞ্জলী দিয়ে নাচ-গান ও লাড্ডু ফ্রি এঞ্জয় করেছেন তারা। মোল্লারা এখন আর এসবকে বেদাত বলছে না।
প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসতেই নিজ ক্ষমতাবলে আদালতের রায়ে নির্ধারিত গ্রামীন ব্যাংকের ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার আদেশ বাতিল করিয়ে নিয়েছেন। আবার আগামী ৫ বছরের জন্য গ্রামীন ব্যাংককে কোন কর দিতে হবে না এই মর্মে গেজেট প্রকাশ করে নিয়েচ্ছেন। এইসব থেকেই বুঝা যাচ্ছে সামনে্র দিন কেমন যাবে।
১৫ই জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত যত খুন-খারাবি-জ্বালাও পোড়াও হয়েছে এইসবের দায় মুক্তি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এতেই বুঝা যায় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এইসব ঘটিয়েছে তা না হলে দায় মুক্তি কেন? অপরাধ করবে অথচ বিচার হবে না-এইটা কেমন স্বাধীনতা।
ইউনুস সরকার একটা ফাঁকা বেলুনের মত। যে কোন সময় এটি ফেটে যেতে পারে। পারিপাশ্বিক অবস্থা দেখে তা ই মনে হচ্ছে।
হাওয়ার ওপর ভাসছে দেশ। যার কোন গন্তব্য নাই। শুধু মনে হচ্ছে আওয়ামীলীগ নিধনই এই সরকারের মুল এজেন্ডা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না। এর অর্থ হল উনারা ৭১ থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে অস্বস্তিতে ছিলেন। পাকিস্তানের জাতির পিতা ছিল জিন্নাহ। তাহলে তারা জিন্নাকেই জাতির পিতা মানবেন। নাকি গোলাম আজমকে নতুন করে জাতির পিতা ঘোষনা করবেন তা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে।