১৪০টি যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়িল
স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালিয়েছে ইসরায়িলি বিমান বাহিনী। কয়েক সপ্তাহ আগে হিজবুল্লাহ নেতা নসরুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসাবে প্রায় ২০০টি মিসাইল দিয়ে ইসরায়িলে হামলা চালিয়েছিল ইরান। তারই প্রতিশোধ হিসাবে ইরানে আজকের এই হামলা করেছে ইসরায়িল। ইরানের রাজধানী শহর তেহরানসহ অন্যান্য শহরেও তারা হামলা চালায়। ইরানে সফল মিশন শেষ করে যুদ্ধবিমান গুলো বেস স্টেশনে নিরাপদে ফিরে এসেছে বলে ইসরায়িলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়িলের পক্ষ থেকে আগেই ধারনা পাওয়া গিয়েছিল যে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাবে। তবে এই হামলার বিষয়ে ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো বার্তা পাওয়া যায়নি। এর মধ্য ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে খামেনি বিমান বন্দরসহ তেহরানের অন্যান্য বিমান বন্দরগুলি অক্ষত আছে। হামলার সময় তেহরানে বড় বড় বিস্ফোরনের শব্দ শুনা গেছে (আরব নিউজ)।
সৌদি আরব ও মালয়েশিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আবার ইরানের পাশাপাশি সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়িলি যুদ্ধ বিমান। সিরিয়ার রাষ্টীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিরিয়ার মধ্য ও দক্ষিনাঞ্চলের কিছু সামরিক স্থাপনা লক্ষ করে ইসরায়িল বিমান হামলা চালিয়েছে। হামলার পর ইরান আকশ পথ বন্ধ রেখেছে।