হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়িলের ৭ জন নিহত
ইসরায়িলের উত্তরাঞ্চলে সেনাঘাটি লক্ষ করে লেবানন থেকে ২৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে জলপাই বাগানে কর্মরত ৭ জন নিহত হয়েছে। এর মধ্য ৪ জন বিদেশী শ্রমিকও রয়েছে। বৃহস্পতিবার লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়। দায় স্বীকার না করলেও ধারনা করা হচ্ছে হিজবুল্লাহই এই হামলা চালিয়েছে। এরই মধ্য ইসরায়িল এই হামলার কঠিন জবাব দিবে বলে জানিয়েছে।
গত মাসাধিককাল ধরে ইসরায়িল আকাশ ও স্থল পথে লেবালনে হিজবুল্লাহর ঘাটি লক্ষ করে হামলা চালিয়ে আসছে। এরই মধ্যে ইসরায়িল হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে লেবালনে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে হত্যা করেছে। নসরুল্লাহর হত্যাকান্ডের পর ইরান ইসরায়িলকে কঠোর বার্তা দিয়েছিল। পরে ইরান ইসরায়িলে একযোগে ২০০টি মিসাইল দিয়ে হামলা চলিয়েছে। এরই বদলা হিসাবে ইসরায়িলও ইরানে ১৪০টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে। সর্বশেষ ইরান আবারও ইসরায়িলে হামলা চালানোর নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীকে। ধারনা করা হচ্ছে ইরানের এবারের হামলা আগের হামলার চেয়ে আরও কঠোর হবে। যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে স্থানীয় সময় ৫ই নভেম্বর। ধারনা করা হচ্ছে ইরানের এই হামলা তার আগেই হবে।